Select Page

‘দ্যা এড্রেস’র আত্মপ্রকাশ

চলচ্চিত্রে নির্মাণে এসেছে নতুন প্রযোজনা সংস্থা ‘দ্যা এড্রেস’। একসঙ্গে তিনটি চলচ্চিত্র নির্মাণে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইফতেখার চৌধুরী, তানিম রহমান অংশু এবং মাসুদুল হাসানকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে তারা।

চলচ্চিত্রগুলো হচ্ছে- আদি, মায়া এবং ওয়ান ওয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান এড্রেস-এর পরিচিতি এবং চলচ্চিত্র শুরুর ঘোষণা উপলক্ষে ১৯ জুন সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এড্রেস-এর কার্যক্রম তুলে ধরেন প্রযোজক রাজিব চৌধুরী। চলচ্চিত্রগুলোর নির্মাণ প্রসঙ্গে কথা বলেন পরিচালক ইফতেখার চৌধুরী, তানিম রহমান অংশু এবং মাসুদুল হাসান। চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজক সিকদার মোহাম্মদ রাসেল। বর্তমানে শিল্পী নির্বাচনসহ অন্যান্য প্রক্রিয়া চলছে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন


Leave a reply