Select Page

‘দ্য স্টোরি অব সামারা’র অর্ধেক শুটিং সম্পন্ন

‘দ্য স্টোরি অব সামারা’র অর্ধেক শুটিং সম্পন্ন

1170907_464892800276488_1427849756_nবাংলাদেশের সন্তান রিকিয়া মাসুদো জাপানের নামকরা পরিচালকদের একজন। বাংলাদেশে তার অভিষেক ঘটেছে ‘দ্য স্টোরি অব সামারা‘ চলচ্চিত্রের মাধ্যমে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করছেন। ইতিমধ্যে ছবিটির পঞ্চাশ ভাগ ধারণ কাজ সম্পন্ন হয়েছে।

মাসুদো বিএমডিবি-কে জানান, কক্সবাজারসহ ঢাকার বিভিন্ন লোকেশানে ছবিটির অর্ধেক শুটিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে কয়েকটি গানের কাজ রয়েছে।

২৪ আগস্ট থেকে শুরু হয়ে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত টানা শুটিং হয়েছে।

তিনি জানান, কোরবানের ঈদের পর আবার শুটিং শুরু হবে।

এই ছবিতে অভিনয় করছেন শিবা, পিয়া, সাঞ্জু, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ।

পরিচালক জানান, আগামী বছরের প্রথম দিকে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে আছে।

এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সিবা, প্রসূন আজাদ, সাঞ্জু, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ।

বিস্তারিত পড়ুন: http://www.bmdb.com.bd/news/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/
কপিরাইট © বাংলা মুভি ডেটাবেজ


মন্তব্য করুন