Select Page

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে হল থেমে নামলো ‘জান্নাত’

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে হল থেমে নামলো ‘জান্নাত’

সাতক্ষীরায় সঙ্গীতা সিনেমা হলে ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়েছে। জেলা সদরের কতিপয় মুসল্লিদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমাদের কাছে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, ‘জান্নাত’ ছবি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এতে করে বিশৃঙ্খলা ঘটতে পারে। তাছাড়া সাতক্ষীরায় ধর্মভীরুদের সংখ্যা বেশি। এর আগে একাধিকবার ধর্মীয় বিষয় নিয়ে হানাহানি হয়েছে। তাই এমন অভিযোগের ভিত্তিতে ‘জান্নাত’-এর প্রদর্শনী বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সদর থানার এই পুলিশ কর্মকর্তা জানান, ‘জান্নাত’ সিনেমা বন্ধে কোনো রাজনৈতিক সংগঠনের ইন্ধন নেই। সেন্সর বোর্ড যেখানে মুক্তির অনুমতি দিয়েছে সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত কীভাবে হানতে পারে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই ‘জান্নাত’ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এর বেশি তিনি কিছুই বলতে চাননি।

এদিকে সঙ্গীতা সিনেমা হলের ম্যানেজার আবদুল হক বলেন, স্থানীয় মসজিদ কমিটির কয়েকজন হুজুর পুলিশ সুপারের কাছে ‘জান্নাত’ ছবি নিয়ে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ দিয়েছেন। এমনকি সিনেমার নাম ‘জান্নাত’ নিয়েও প্রশ্ন তুলেছেন। এরপর প্রশাসনের নির্দেশে ছবির প্রদর্শনী বন্ধ রেখেছি।

তিনি বলেন, হুজুরদের অভিযোগ তোয়াক্কা না করে চাইলেও ছবি চালাতে পারতাম। কিন্তু আগামীতে নির্বাচন। যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য ছবিটি প্রদর্শনী বন্ধ রেখেছি। আজ থেকেই ‘জান্নাত’ প্রদর্শনের কথা ছিল। কিন্তু সকালে শো শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। এমনকি ‘জান্নাত’-এর সব পোস্টার তুলে নেওয়া হয়েছে। জান্নাতের পরিবর্তে জিতের ‘সুলতান’ চালাচ্ছি।

সঙ্গীতা সিনেমা হলের সুপারভাইজার মো. রাসেল জানান, পুলিশ সুপার ‘জান্নাত’ দেখার পর সিদ্ধান্ত জানাবেন, চলবে কিনা! তবে সিনেমা হল কর্তৃপক্ষ ওই সিনেমা আর চালাবেন না। ছবিটি বন্ধ করার জন্য অভিযোগ দিয়েছে সাতক্ষীরার ইসলামী ফাউন্ডেশন।

গেল ঈদুল আযহায় মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবি জান্নাত। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares