Select Page

‘নকল পণ্য’ নিয়ে মন্তব্যে প্রশ্নের মুখে শাকিব-আদনানের সম্পর্ক!

‘নকল পণ্য’ নিয়ে মন্তব্যে প্রশ্নের মুখে শাকিব-আদনানের সম্পর্ক!

ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ ও সেমি হিট ‘রাজকুমার’-এর বদৌলতে প্রযোজক আরশাদ আদনান ও নায়ক শাকিব খানের সম্পর্ক বন্ধুত্বের বলে প্রচলিত আছে। তাদের দুজন আরো কাজ করবেন বলেও ঘোষণা রয়েছে। তবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’-এর টিজার প্রকাশের পর আদনানের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ঝড় বয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে সম্পর্ক নিয়ে।

শাকিব খান অভিনীত ‘তুফান’-এর টিজার প্রকাশের পর থেকেই এর সঙ্গে ভারতীয় অ্যানিমেল ও কেজিএফ-এর সঙ্গে দারুণ মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা। নাম উল্লেখ না করে বললেও এমন সময় আরশাদ আদনানের স্ট্যাটাস সেই আগুনে যেন ঘি ঢেলে দিল। যেখানে তিনি লিখেছেন, ‘নকল পণ্যে বাজার সয়লাব। হ্যাঁ ভয় পাইছি? এত কপি এবং নকল দেখে।’

‘তুফান’ সিনেমায় চঞ্চল চৌধুরীর একটি সংলাপ বেশ আলোড়ন সৃষ্টি করেছে। শাকিবের তুমুল মারদাঙ্গা অবতার দেখানোর পর এ টিভি স্টারতে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে’।

টিজার প্রকাশের পরদিন নির্মাতা রায়হান রাফী ফেসবুকে স্ট্যাটাস দেন। যেখান তিনি লেখেন, ‘কিরে ভয় পাইছিস?’ এর পরপরই আরশাদ আদনানের এই স্ট্যাটাসের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছেন অনেকে।

এই প্রযোজকের স্ট্যাটাসে একের পর এক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন শাকিব ভক্তরা। অনেকেই আরশাদ আদনানের সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, রায়হান রাফীর সঙ্গে আরশাদ আদনানের সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ‘রাজকুমার’ মুক্তির আগে ‘তুফান’-এর পোস্টার প্রকাশ ভালোভাবে নেননি আরশাদ আদনান। তখন সরাসরি মিডিয়ায় অভিযোগ তোলেন তিনি।

এদিকে সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আরশাদ আদনান জানান, শাকিবকে নিয়ে আরও দুটি নতুন সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। একটি আগামী রোজার ঈদে মুক্তির জন্য, অন্যটি পয়লা বৈশাখে।

প্রিয়তমা ও রাজকুমার পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ। তবে এবার আসবেন অন্য পরিচালক। জানা গেছে, আদনানের প্রযোজনায় ‘সাহেব’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সাইফ চন্দন। অন্যটির নির্মাতা কে, তা জানাতে চাননি আদনান। তিনি নিজেও সিনেমাটি পরিচালনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এছাড়া শাকিবের অসমাপ্ত সিনেমা ‘আগুন’ কিনে নিয়েছেন আরশাদ আদনান। শোনা যাচ্ছে, তিনিও কোরবানির ঈদে আগুন মুক্তি দিতে চান। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

আদনান বলেন, ‘আগুনের দুটি গানের শুটিং বাকি আছে। কোরবানির ঈদে তুফান আসার কথা। শুটিং চলছে। শাকিবের সঙ্গে বিস্তারিত কথা বলেই আগুন মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

‘আগুন’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন, যার প্রায় প্রতিটি সিনেমাই দক্ষিণ ভারতীয় সিনেমার কপি। এমনও ধারণা করা হচ্ছে, হয়তো ‘আগুন’ নিয়ে ‘তুফান’-এর মুখোমুখি হচ্ছেন আরশাদ আদনান।


মন্তব্য করুন