Select Page

নতুন করে মাহি-বাপ্পী

নতুন করে মাহি-বাপ্পী

bappy mahi

বাপ্পী’সহ আরো দুই নায়কের সঙ্গে অভিনয় করছেন না মাহি— মাস দুয়েক আগে এমন খবর শোনা যায়। কিন্তু পরে অস্বীকার করেন মাহি। তার সত্যতা পাওয়া গেল নতুন একটি ছবির ঘোষণায়।

শাহনেওয়াজ সানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে সুপার মডেল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাহি।

‘পলকে পলকে তোমাকে চাই’র মহরতসহ একটি গানের দৃশ্যায়নে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু তার শিডিউল সমস্যার কারণে ১৬ মে চুক্তিবদ্ধ হন মাহি।

মাহি বলেন, ‌‘ছবিতে আমার চরিত্রের নাম থাকছে বন্যা। একজন সুপার মডেলের উত্থান-পতনের পাশাপাশি এ ছবিতে একটি পরিবারের গল্প থাকবে। সব ঠিক থাকলে খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে।’

আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর ও সাদেক বাচ্চু।

সূত্র : মানবজমিন


Leave a reply