Select Page

নতুন ছবির জন্য সময় নিচ্ছেন শাকিব খান

নতুন ছবির জন্য সময় নিচ্ছেন শাকিব খান

প্রায় বছর খানেক আগে শেষবার সিনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব খান। ইতিমধ্যে নতুন তিনটি ছবির ঘোষণা এলেও শুরু হয়নি শুটিং।

যুক্তরাষ্ট্রে টানা নয় মাস কাঠানোর ১৬ আগস্ট সকাল ৯টার ফ্লাইটে চেপে বসবেন শাকিব খান। পরদিন ১৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নামবেন ঢাকায়।

শাকিবের সঙ্গে দুটি ছবি করছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি জানালেন, এ নায়ক যুক্তরাষ্ট্র ফিরলে শুরু হবে নতুন ছবির মাস।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‌‘‘নয়টি মাস চোখের পলকে কেটে গেলো আমার। ভাইয়ের সঙ্গে এতোটা একান্ত সময় কাটাতে পারবো সেটা ভাবিনি। দেশে থাকলে যেটা অসম্ভব ছিল। এরজন্য আমি ভাগ্যবান। এই নয় মাসে আমরা সিনেমা নিয়ে অনেক প্ল্যান করেছি। ‘রাজকুমার’ ও ‘প্রিয়তমা’ সিনেমা দুটির চিত্রনাট্য ও শুটিং পরিকল্পনার প্রায় সবটুকুই শেষ করেছি। পরেরবার তিনি আসলে শুটিংয়ে নেমে পড়বো।’’

হিমেল জানান, নভেম্বরেই ফের নিউইয়র্কে ফিরছেন শাকিব খান। মূলত ছবি দুটির শুটিং করার পরিকল্পনা রয়েছে তখন।

কিন্তু নয় মাসেও শাকিব খানকে নিয়ে মাঠে নামতে পারলেন না কেন? জবাবে এই নির্মাতা বলেন, ‘শুটিং কিন্তু ছোট্ট একটা কাজ। মূল কাজ হচ্ছে তার আগে। স্ক্রিপ্ট, কাস্টিং, লোকেশন, গান শুটিং প্ল্যান- এমন আরও অনেক বিষয় থাকে। যা শুটিংয়ের আগেই শেষ করতে হয়। তবেই শুটিংটা হয় প্রপারলি। এটা ঠিক চাইলে শেষের দিকে আমরা শুটিং করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে শাকিব ভাইয়ের মন তখন দেশের দিকে ছুটছিল। এটাই স্বাভাবিক, এতো দীর্ঘ সময় তো তিনি দেশ ছেড়ে ছিলেন না। তাই এবার ফেরার পর, টানা শুটিং করবো আমরা। তেমন কথাই হয়েছে ভাইয়ের সঙ্গে।’

তবে শাকিব খানের নভেম্বর সফর এতোটা দীর্ঘ হবে না বলেও জানান হিমেল আশরাফ।

সম্প্রতি ‘মায়া’ নামের সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন শাকিব। প্রথমে এ ছবির পরিচালক হিসেবে হিমেলের নাম শোনা গেলেও এখন ঘুরে-ফিরে আসছেন এসএ হক অলিক। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


মন্তব্য করুন