Select Page

নতুন ছবির শিডিউল দিলেন শাবনূর

নতুন ছবির শিডিউল দিলেন শাবনূর

shabnur

শাবনূর দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে কাজ শুরু করছেন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘কতদিন দেখি না তোমায়’ সিনেমায় দেখা যাবে তাকে। আর প্রথম ধাপের শুটিং হবে টাঙ্গাইলে। এর জন্য ১০ দিনের শিডিউল দিয়েছেন শাবনূর।

চলতি মাসের শেষদিকে টাঙ্গাইলে ছবিটির শুটিং শুরু হবে। এতে শাবনূরকে একটি স্কুলের গানের শিক্ষিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে আছেন ফেরদৌস

‘কতদিন দেখি না তোমায়’তে আরও অভিনয় করছেন সাইমন ও প্রিয়ন্তি।

এদিকে গরম কমলে আউটডোর ও ইনডোরে পুরোদমে শুটিং হবে। এরপর এফডিসি, রাঙ্গামাটি ও কক্সবাজারে এ ছবির দৃশ্যধারণের কাজ হবে বলে জানা যায়।

ইয়লো প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এ ছবির সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে।

বিয়ে ও মাতৃত্বের কারণে বেশ কয়েক বছর ক্যামেরার আড়ালে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। কয়েক মাস আগে অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে অংশ নেন তিনি। এরপর অংশ নেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। এ বিজ্ঞাপনের নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন