Select Page

নতুন ‘দোস্ত দুশমন’

নতুন ‘দোস্ত দুশমন’

dost-dushmon১৯৭৭ সালে দেওয়ান নজরুল নির্মাণ করেন ‘দোস্ত দুশমন’। হিন্দি ‘শোলে’র ওই রিমেকে অভিনয় করেন সোহেল রানা, জসীমওয়াসিম। ৩৯ বছর পর আবার নির্মিত হতে যাচ্ছে ‘দোস্ত দুশমন’।

নতুন করে ‘দোস্ত দুশমন’ বানাচ্ছেন আজাদ খান। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী ও বিজয় খান। ইতোমধ্যে গল্প লেখা শেষ করেছেন আব্দুল্লাহ জহির বাবু

তিনি বলেন, ‘আমরা ছবির কাহিনীতে বেশ কিছু পরিবর্তন এনেছি। সত্তরের দশকের সঙ্গে এখনকার প্রেক্ষাপট মিলবে না। সে জন্যই এ রদবদল।’

‘দোস্ত দুশমন’র নায়ক জয় বলেন, ‘এমন একটি ছবিতে অভিনয় করব ভেবে ভালো লাগছে। ছবির বাজেট আড়াই কোটি টাকা। শুটিং হবে সিঙ্গাপুরে। আশা করছি, দর্শকরা ছবিটি উপভোগ করবেন।’

খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে রজতাভ দত্তকে।

সূত্র : কালের কণ্ঠ


২ টি মন্তব্য

মন্তব্য করুন