Select Page

নতুন মুখ খুঁজছেন সাইমন

নতুন মুখ খুঁজছেন সাইমন


নতুন মুখের খোঁজে ফেসবুকে প্রচারণা শুরু করেছে কামার আহমাদ সাইমনের নির্মিতব্য ছবি ‘শিকলবাহা’, যার ইংরেজি টাইটেল ‘আয়রন স্ট্রিম’। বৃহস্পতিবার দুপুর থেকে সূচনা প্রযোজনার ফেসবুক পেজে এই কার্যক্রম শুরু হয়েছে।

হারিয়ে যাওয়া দুই বন্ধু ও একটা নদীর খোঁজে এক অনিশ্চিত যাত্রার গল্প ‘শিকলবাহা’। কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায়, সারা আফরীনের প্রযোজনায় ‘শিকলবাহা’র চিত্রায়ন শুরু হচ্ছে শিগগিরই। কেন্দ্রীয় চরিত্রে তিরিশোর্ধ দুই তরুণ আর এক তরুণীর খোঁজে চলবে এই কার্যক্রম।

এর আগে এক সাক্ষাৎকারে কামার বলেছিলেন, ‘আমার ছবিটা একান্তই ব্যক্তিগত। ফার্মগেটে হাজারো মানুষের ভিড়ে একা একা সিএনজি খুঁজছে যেই মেয়েটা, শিকলবাহা সেই মেয়েটার গল্প! আত্মপরিচয়ের খোঁজে এই শহরে মাথা খুঁটছে যে ছেলেটা, এটা সেই ছেলেটার গল্প।’

এছাড়াও পার্শ্ব-চরিত্রের জন্য ১২ থেকে ৯০ পর্যন্ত বয়সের ছোট-বড় মিলিয়ে প্রায় সাতচল্লিশটা নতুন মুখ খোঁজা হচ্ছে।

উল্লেখ্য বিশ্বব্যাপী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের (২০১৬) মর্যাদাপূর্ণ অনুদান পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ জিতেছিল কামারের এই চিত্রনাট্য। জাতীয় চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত চিত্রনাট্যটির জন্যই কান চলচ্চিত্র উৎসবের (২০১৪) লালগালিচায় উদীয়মান নির্মাতাদের আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দু মুন্দে’ আমন্ত্রিত ১০ জন তরুণের মধ্যে নির্বাচিত হয়েছিলেন কামার। তখন ছবিটার নাম ছিলো ‘শঙ্খধ্বনি’ বা ‘সাইলেন্স অব দ্য সিশেল’।

বাংলাদেশ ছাড়া জার্মানি, ফ্রান্স ও ভারতের  কয়েকজন সিনেমা-প্রফেশনালরা কাজ করবেন ছবিটিতে। আগ্রহীদের অডিশনের জন্য ২৬ মার্চের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৬৭২৬৯৮৬১২ ও ০১৭১৬৪৫৪০৬০ নম্বরে। অথবা ফেসবুকে : goo.gl/MWVzfL


মন্তব্য করুন