Select Page

নতুন সিনেমার জন্য অপেক্ষা দেড়মাস

নতুন সিনেমার জন্য অপেক্ষা দেড়মাস

jeet-Shakib

প্রতি সপ্তাহে একটি বা দুটি ছবি মুক্তি পেলেও রমজানে বন্ধ থাকছে। ফলে ‘দিওয়ানা মন’ মুক্তির মধ্য দিয়ে ঢালিউড পার করছে বছরের প্রথম ছয় মাস। আর নতুন সিনেমার জন্য অপেক্ষা করতে হবে দেড়মাস।

রমজানে ছবি মুক্তি দিয়ে ঝুঁকি নিতে রাজি নন প্রযোজকরা। ২০ মে দুটি ছবি মুক্তির মিছিলে থাকলেও এর মধ্যে একটি মুক্তি পাচ্ছে। অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি মুক্তির জন্য আবেদন করা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত মুক্তি দেয়া হয়নি।

মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে নুরুল ইসলাম প্রীতম পরিচালিত ‘দিওয়ানা মন’। অভিনয় করেছেন রাফি সালমান ও নির্জনা। ছবিটি ১৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল। হল সংকটের কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি

রমজানের আগে ২৭ মে ও ৩ জুন দুই সপ্তাহ রয়েছে। কিন্তু এ সপ্তাহগুলোতে নতুন কোনো ছবি মুক্তি দেয়া হবে না বলে জানা গেছে। রমজানের আগে মাত্র কয়েকদিনের জন্য ছবি মুক্তি দিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না প্রযোজকরা। এ প্রক্রিয়া চালু থাকবে প্রায় দেড় মাস। এর মধ্যে নির্মাতা ঈদে নতুন ছবি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আসছে ঈদে পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে।

যুগান্তর অবলম্বনে

 


মন্তব্য করুন