Select Page

নতুন সিনেমা ‘রোমিও রংবাজ’

নতুন সিনেমা ‘রোমিও রংবাজ’


# প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয়টির ঘোষণা দিয়েছেন সায়েম জাফর ইমামি
# রোমান্টিক অ্যাকশন গল্পে নির্মিত হবে ‘রোমিও রংবাজ’
# চুক্তিবদ্ধ হয়েছেন চার অভিনয়শিল্পী। ফেব্রুয়ারিতে শুটিং শুরু। মে মাসের মুক্তির পরিকল্পনা নির্মাতার

২০১৬ সালে মুক্তি পায় সায়েম জাফর ইমামি পরিচালিত ‘রুদ্র- দ্য গ্যাংস্টার’। রোববার তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় সিনেমার।

‘রোমিও রংবাজ’ নামের সিনেমাটিতে একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অমৃতা খান, নবাগত সালমান রাহগীর, নবাগতা ফাহমিদা দিবা ও শিমুল খান।

রোমান্টিক অ্যাকশন সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি। লোকেশন তালিকায় আছেন সিলেটের মৌলভীবাজার, জুরী ও শ্রীমঙ্গলে।

প্রথম পর্বে টানা দুই সপ্তাহ শুটিংয়ে ‘রোমিও রংবাজ’র মূল গল্পের সকল দৃশ্য ধারণ হবে। তারপর দ্বিতীয় পর্বে ৪টি গানের দৃশ্য ধারণের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হবে।

পোস্ট প্রোডাকশন শেষে যত দ্রুত সম্ভব সেন্সরে করিয়ে মে মাসেই ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা।


মন্তব্য করুন