Select Page

আলোচনায় ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’

আলোচনায় ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’

নতুন একটি প্রেক্ষাগৃহ উদ্বোধন হচ্ছে সিলেটে, নাম ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’। বিমানবন্দর সড়কের বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এটি অবস্থিত।

একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, ২৯ জুলাই এই সিনেমা হলের উদ্বোধন হবে। যদিও গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ফেসবুক পেজ বা ওয়েব সাইটে উদ্বোধন বিষয়ক কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ফেসবুক পেজ থেকে জানা যায়, আগে থেকেই এ প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শিত হয়ে আসছে। যেখানে অতিথিদের জন্য প্রদর্শিত হয়েছে পুষ্পা বা কেজিএফের মতো দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার। আছে হলিউড ও বলিউডের সিনেমা। তবে নিয়মিত শো আকারে নয়, নির্দিষ্ট উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একেকটি ছবি প্রদর্শনীর সময়সূচি পাওয়া গেছে, যার সঙ্গে ডিনার অন্তর্ভুক্ত। এ সব ছবি যথাযথ অনুমতিতে আসা কিনা জানা যায়নি।

এ ছাড়া গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ওয়েব সাইটে দেখা যায়, এ হলে ২১০টি আসন রয়েছে। যেখানে দাবি করা হয় সারাউন্ড সাউন্ড সিস্টেম সম্পন্ন এইচডি থিয়েটার এটি।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ রয়েছে। সেখানে সাধারণত অতিথি ও নির্দিষ্ট সেবা গ্রাহিতারা সিনেমা দেখার সুযোগ পান। তবে এর ব্যতিক্রম বগুড়ার মম ইন।


মন্তব্য করুন