Select Page

নববধূ পড়শীর গান ইউটিউবে

নববধূ পড়শীর গান ইউটিউবে

বাংলা নববর্ষ উপলক্ষে ইউটিউবে পড়শীর নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। গানের শিরোনাম ‘মন ভুইলা’। তানজিব সরোয়ারের সুর ও সংগীতায়োজনে গানটিতে পড়শির সঙ্গে কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ। ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

গানটিতে নববধূ সাজে প্রথমবার দেখা গেল পড়শীকে। এ প্রসঙ্গে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম বউ সাজার অভিজ্ঞতা দারুণ ছিল। বউয়ের সাজ শেষ না হওয়া পর্যন্ত আয়না দেখিনি আমি। কারণ, আমি নিজেও এই সাজ নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। এর আগে শুটিংয়ের প্রয়োজনে কিংবা বউয়ের সাজের কোনো ফটোশুটেও অংশ নিইনি আমি। এই শুটিংয়ের সময় বেশ কয়েকবার এনজি শটও হয়েছিল। কারণ, শট দেওয়ার সময় আমার ভাইয়া, আম্মু এবং ভাবি (জুয়েল ভাইয়ের স্ত্রী) খুব হাসাহাসি করছিলেন। আর আমি তো জুয়েল ভাইয়ের দিকে তাকিয়ে রোমান্টিক হাসি কোনোভাবেই দিতে পারছিলাম না। সব মিলিয়ে ‘মন ভুইলা’ গানের অভিজ্ঞতা ফাটাফাটি।’


মন্তব্য করুন