Select Page

নবাবি উচ্ছ্বাস!

নবাবি উচ্ছ্বাস!

নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, যার নাম ‘নবাব’। ফার্স্টলুক পোস্টার প্রকাশে শুরু হয়েছে তোলপাড়।

মঙ্গলবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পাতায় পোস্টারটি শেয়ার করা হয়। তাতে পিস্তল হাতে শাকিব খানকে রাগী যুবকের অবতারে দেখা যায়। তার পরনে জিনসের শার্ট-প্যান্ট, গলায় লকেট ও হাতে ব্রেসলেট। সব মিলিয়ে ধূসর লুকে দেখা গেল ঢালিউডের এ সুপারস্টারকে।

পোস্টারটি দেখে ভক্তদের উচ্ছ্বাস মাত্রা ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মন্তব্য দেখা যায়। যার বেশিরভাগই ইতিবাচক।

তবে এবারই প্রথম নয়, এর আগেও যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’তে এমন ধূসর লুকে কিং খানকে দেখা গেছে।

‘নবাব’ প্রযোজনায় আরো আছে কলকাতার এসকে মুভিজ। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী। সিনেমাটির মুক্তির দিনক্ষণ এখনো জানানো হয়নি।

 


মন্তব্য করুন