Select Page

নবাব এলএলবি: শাকিবের বিপরীতে মাহি, সঙ্গে স্পর্শিয়া

নবাব এলএলবি: শাকিবের বিপরীতে মাহি, সঙ্গে স্পর্শিয়া

পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। আবারও তাদের একসঙ্গে দেখা যাবে। আরও আছেন অর্চিতা স্পর্শিয়া।

নতুন চলচ্চিত্রের নাম ‘নবাব (এলএলবি)’।সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার রবিবার বিষয়টি জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। জানা গেছে, ২৮ মার্চ থেকে এর শুটিং চলবে। আর টানা শুটিংয়ের মাধ্যমে এর কাজ শেষ হবে।

চলচ্চিত্রটি নিয়ে শাকিব খান জানান, এর আগে ‘নবাব’ নামের চলচ্চিত্র ঈদে এসেছিল। এবার আসছে নবাব (এলএলবি)। বড় আয়োজনের ছবি। আর এ কারণে চলছে নানা প্রস্তুতি।

নির্মাতা অনন্য মামুন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘নায়ক প্রধান গল্পের ছবি ‘নবাব এলএলবি’। এটা কোনও রিমেক নয়, একেবারে নতুন চলচ্চিত্র। আসন্ন রোজার ঈদ টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে এটি।’’

শুটিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যতদিন না শেষ হয়, আমরা টানা শুটিং করবো। কারণ, টার্গেট রোজার ঈদ। এছাড়াও করোনা ভাইরাসের বিষয়টি আছে। যদি কোনও সমস্যা হয়; তবে শুটিং স্থগিত হবে।’

পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য করেছেন অনন্য মামুন। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।


Leave a reply