Select Page

নভেম্বরে কী করবেন শুভ?

নভেম্বরে কী করবেন শুভ?

Ostitto bangla film by anonno mamun with arifin shuvo nusrat imroz tisha (5)

ঢালিউডের জনপ্রিয় নায়কদের অন্যতম আরিফিন শুভ বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। চলতি মাসের শুরুতে জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’র জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। মাস শেষ হতে সিনেমাটির ক্যামেরার বন্ধ হলো। পরের লটের শুটিং হবে ডিসেম্বরে।

মাঝের একমাস কী করবেন শুভ?

জানা গেছে, পুরো মাসই অন্য দুটি সিনেমার জন্য ব্যস্ত থাকবেন। ‘মৃত্যুপুরী’র জন্য দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া যাবেন তিনি। এবার সিনেমাটির ডাবিংয়ে অংশ নেবেন। এ সিনেমার পরিচালক জায়েদ রাজন, নায়িকা প্রসূন আজাদ।

এছাড়া মাসের শেষদিকে তাকে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শুটিং লোকেশনে। এ সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন, আর নায়িকা মাহি।


মন্তব্য করুন