Select Page

নভেম্বরে ‘মিস্টার বাংলাদেশ’, পিছিয়ে ডিসেম্বরে ‘দহন’

নভেম্বরে ‘মিস্টার বাংলাদেশ’, পিছিয়ে ডিসেম্বরে ‘দহন’

# দহনের বদলে ১৬ নভেম্বর মুক্তি পাবে মিস্টার বাংলাদেশ
# এ নিয়ে তৃতীয়বারের মতো পেছালো দহন, তবে মুক্তি পাবে ডিসেম্বরে
# মিস্টার বাংলাদেশ উৎসর্গ করা হয়েছে হলি আর্টিসান হামলার ভিকটিমকে উদ্দেশ্য
# এক সাংবাদিকের জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে
# মূল চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত খান

দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’। শুটিংয়ের মধ্যেই আলোচনায় আসা সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১৬ নভেম্বর। আর ওই দিন মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেছে ‘দহন’।

দুটো সিনেমাই পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ‘মিস্টার বাংলাদেশ’-এর মুক্তির ঘোষণাটি মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস মিটে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। ওই সময় আরও ছিলেন ‌‘মিস্টার বাংলাদেশ’-এর প্রযোজক-অভিনেতা খিজির হায়াত খান ও পরিচালক আবু আকতারুল ইমান।

আব্দুল আজিজ জানান, মিস্টার বাংলাদেশ ও দহন দুটোই বাংলাদেশের সমসাময়িক ঘটনা ও দেশপ্রেমের ছবি। তাই বড়ভাই হিসেবে ‘মিস্টার বাংলাদেশ’কে এগিয়ে দিলেন। তবে ডিসেম্বরেই মুক্তি পাবে ‘দহন’। কারণ সিনেমাটি নিয়ে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অংশ নিতে চান।

এদিকে খিজির হায়াত খান আগেই জানিয়েছিলেন, ‘মিস্টার বাংলাদেশ’ উৎসর্গ করা হয়েছে হলি আর্টিসান হামলার ভিকটিমদের উদ্দেশ্যে।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে নায়িকা হয়েছেন শানেরাই দেবী শানু। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রিটি সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।

অন্যদিকে রায়হান রাফির পরিচালনায় ‘দহন’-এ অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সিয়াম ও পূজা।


Leave a reply