Select Page

নাটক নির্মাণে নুহাশ হুমায়ূন

নাটক নির্মাণে নুহাশ হুমায়ূন

জনপ্রিয় ঔপন্যাসিক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ূনকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। এবার তিনি নাটক নির্মাণ করছেন। আর তত্ত্বাবধানে থাকছেন নির্মাতা অমিতাভ রেজা। খবর বাংলা ট্রিবিউন।

নুহাশ বলেন,  ‘এটা (নির্মাণ) আমার ভালোলাগা। অনেক আগে থেকেই ভাবতাম বিষয়টি নিয়ে। এবার তাই পরিচালনায় আসছি।’

এদিকে নাটকের গল্প নির্বাচনে বাবার পাণ্ডুলিপিতে হাত দেননি নুহাশ। নিজেই লিখেছেন গল্প। জানান, ঈদের একটি সিরিজ প্রজেক্টে তার নাটকটি প্রচার হবে। যেমনটা হয়েছিল গেল ঈদের ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’।

এই প্রজেক্টের প্রধান অমিতাভ রেজা বলেন, ‘নুহাশের কাজটির নাম এবং চরিত্রগুলো কে কে করছেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি। চমক থাকছে তবে আরও দু’দিন সময় লাগবে। আর সব ঠিক থাকলে ৮-৯ আগস্টের দিকে শুটিংয়ে নেমে পড়বেন নুহাশ।’


মন্তব্য করুন