Select Page

নাট্যশালায় ‘আমিনা সুন্দরী’

নাট্যশালায় ‘আমিনা সুন্দরী’

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় মঞ্চাস্থ হবে নাটক ‘আমিনা সুন্দরী’। ২০০৭ সালে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত এই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

প্রায় ৩০০ বছরের পুরনো লোককাহিনী ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’-এর গল্পকে সংগীতের অপূর্ব ব্যবহারের মধ্য দিয়ে এস এম সোলায়মান রচনা করেছেন নাটক ‘আমিনা সুন্দরী’। বাঙালী নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা মূলত এ গল্পের প্রধান উপজীব্য।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, রিয়াজ হোসেন, ফেরদৌস আমিন বিপ্লব, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, ফৌজিয়া করিম অনু, শিল্পী চৌধুরী, আনিকা মাহিন, দীপ্তা, হাসনাত প্রদিপ, সুজন প্রমুখ।

নাটকটির গল্প ৩০০ বছরের পুরনো হলেও, নারীর প্রতি অবমাননার এ গল্প পৃথিবীর পুরুষ শাসিত সমাজের ঘরে ঘরে আজও বর্তমান। তাই আমিনা সুন্দরীর গল্প তুলে আনা হয়েছে হাজার নারীর গল্প হিসেবে।


মন্তব্য করুন