নাবিলার উপস্থাপনায় স্টার ক্যানভাসে তিন তারকা
গেলো ঈদে নাবিলাকে দেখা গিয়েছিলো অমিতাভ রেজার পরিচালনায় আয়নাবাজি’র সিরিয়াল নাটকের একটি পর্বে। সেখানে হৃদি হিসেবেই উপস্থিত হয়েছিলেন তিনি। এই ঈদে নাবিলাকে দেখা যাবে এটিএন বাংলার সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’ উপস্থাপনায়। নাবিলার অতিথি হয়ে স্টার ক্যানভাসে এবার উপস্থিত হয়েছেন চিত্রনায়ক সোহেল রানা, চিত্রনায়িকা পূর্ণিমা এবং অভিনেতা মিশা সওদাগর।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। তিনি বলেন, “প্রিয় তারকাদের নানা বিষয় নিয়ে ভক্তদের থাকে নানা রকম আগ্রহ। চলচ্চিত্র কিংবা টেলিভিশন, যে পর্দারই হোক না কেন দর্শক চায় তাদের প্রিয় মুখের কথা শুনতে। শোবিজ অঙ্গনে তাদের কাজ, সময়ের ব্যস্ততা, অতীত রোমন্থন, ভবিষ্যত ভাবনা ইত্যাদি জানতে এবং জানাতেই নির্মিত হয়েছে সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’।”
তিনি জানান, ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটি সাজানো হয়েছে ছোট ছোট সেগমেন্ট নিয়ে। নাবিলার সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে আসবে অনেক অজানা কথা। দর্শকরা জানতে পারবেন তারকার বর্তমান ব্যস্ততা, বিভিন্ন কাজের অভিজ্ঞতা-চ্যালেঞ্জের গল্প।
অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন থেকে ষষ্ঠদিন, দুপুর ১টা ৩০মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।