Select Page

নারীর ভূমিকায় ওমর সানি

নারীর ভূমিকায় ওমর সানি

unnamed

চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমায় নারীকে পুরুষ, আবার পুরুষকে নারীও সাজতে হয়। তেমনই একটি ছবিতে অভিনয় করতে গিয়ে নারী রূপে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ‘চাঁদের আলো’খ্যাত তারকা ওমর সানি

সম্প্রতি রাজধানীর উত্তরাতে শুরু হয়েছে ‘রাজাবাবু’ ছবির শুটিং। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে নারী রূপে দেখা যাবে ওমর সানিকে। ছবির কিছু দৃশ্যে তাকে বোরকা পরা অবস্থায় দেখা যাবে। এ সিনেমায় তার বিপরীতে আছেন শাহনূর।

ভাওয়াল কথাচিত্রের প্রযোজনায় নির্মিত ‘রাজাবাবু’তে আরও রয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস, প্রবীর মিত্র, দিতি প্রমুখ।


মন্তব্য করুন