Select Page

‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার ৩০শে জুন

‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার ৩০শে জুন

indexআসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত এমএ জলিল অনন্ত পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’।

ছবিটির প্রিমিয়ারের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। আগামী ৩০শে জুন সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের থ্রি-ডি প্রেক্ষাগৃহে আয়োজিত সম্পূর্ণ ডিজিটাল এবং সেভেন পয়েন্ট ওয়ান সাউন্ড সিস্টেমে নির্মিত ‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার শো উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

‘নিঃস্বার্থ ভালবাসা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, সুস্মি, ইলিয়াস কোবরা, মিশা সওদাগর এবং রাজ্জাকসহ অনেকেই। ছবিটি নির্মিত হচ্ছে মনসুন ফিল্মসের ব্যানারে।

ছবিটি কিছুদিন আগে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে অলিম্পিয়া থিয়েটারে প্রদর্শিত হয়েছে।

প্রিমিয়ার অনুষ্ঠিত হবে মুঠোফোন বাংলালিংক ও বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে।

সুত্র: মানবজমিন


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

Shares