Select Page

নিজ প্রযোজনায় সুপার হিরোইন

নিজ প্রযোজনায় সুপার হিরোইন

super heroine  bijli-boby

ওয়ান্ডার ওম্যান, কেট ওম্যান— কত নামের সুপার হিরোইন আছে। তবে ওই চরিত্রগুলো কমিকস থেকে আসা। বাংলায় এ ধরনের কমিকস নেই। তা সত্ত্বেও আনকোরা এক সুপার হিরোইন আনছেন ইফতেখার চৌধুরী

বরাবরের মতো তার নায়িকা হচ্ছেন ববি হক। বুধবার বিকেলে তিনি ‌‘বিজলী’ নামের সিনেমাটির নিবন্ধন করেছেন পরিচালক সমিতিতে। আর সিনেমাটি প্রযোজনা করবে ববির প্রতিষ্ঠান ববস্টার।

‘বিজলী’ ছাড়াও শিগগিরই আরেকটি সিনেমা প্রযোজনা করবে এ প্রতিষ্ঠান।

তিনি জানান, ‌হলিউডের সুপারহিরো সিনেমার মতো ‘বিজলী’ও সাই-ফাই ঘারানার হবে। বিশেষ ক্ষমতা পাওয়া এক নারী এটি।

জানুয়ারিতেই ‌‘বিজলী’র শুটিং শুরু হবে। লোকেশন হবে বাংলাদেশ ও থাইল্যান্ড। ভিএফএক্স হবে আমেরিকায়। সঙ্গীত করবে ভারতীয় শিল্পীরা।


মন্তব্য করুন