Select Page

নিরব-প্রিয়াঙ্কার হৃদয় জুড়ে

নিরব-প্রিয়াঙ্কার হৃদয় জুড়ে

ঢাকার নিরব আর কলকাতার প্রিয়াঙ্কা সরকার জুটি বেঁধে ‘হৃদয় জুড়ে’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এফডিসিতে ২৫ ফেব্রুয়ারি এ ছবির মহরতও অনুষ্ঠিত হয়। সেখানে নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও ছবির নির্মাতা রফিক শিকদার, খলনায়ক যুবরাজ, প্রযোজক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মহরত অনুষ্ঠানে নির্মাতা জানান, ৪ মার্চ থেকে ঢাকাতেই এই ছবির শুটিং শুরু হবে। নিরব বলেন, রোমান্টিক ধাঁচের ছবি এটি। গল্পে নতুনত্ব আছে, সবকিছু ঠিকভাবে শেষ করার জন্য আমাদের টিম ভালো প্রস্তুতিও নিয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম ছবি। এই ছবির মাধ্যমে বাংলাদেশে আমার পথচলা শুরু হলো। আশা করছি আগামীতে এই পথ আরও সুগম হবে। ’

‘হৃদয় জুড়ে’ ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, রজতাভ দত্ত, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ। সংগীত পরিচালনায় থাকছেন বেলাল খান, ইমরান ও আহমেদ ইমন। সংগীত পরিচালনায় থাকছেন বেলাল খান, ইমরান ও আহমেদ ইমন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন