Select Page

নিরব-বুবলি-রোশানের ‘চোখ’

নিরব-বুবলি-রোশানের ‘চোখ’

মুক্তির অপেক্ষায় আছে নিরব ও শবনম বুবলির ‘ক্যাসিনো’। সেই ছবির শুটিং সম্পন্ন করে অন্তরালে চলে যান নায়িকা। ফিরেই নিরবের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন, সঙ্গে আছেন রোশান।

কালের কণ্ঠ জানায়, সোমবার রাতে গুলশানের কোরিয়ানা রেস্তোরাঁয় নায়িকা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আসিফ ইকবাল জুয়েলের পরিচালিত এ সিনেমার নাম ‘চোখ’। শোনা যাচ্ছে, চলতি ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে। চিত্রনাট্য করেছেন অনামিকা মণ্ডল। পরিচালক জানান, থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি।

নিরব বলেন, ক্যাসিনো একটা প্যাটার্নের ছবি, আর চোখ অন্য প্যাটার্নের ছবি। আমরা যুগবদ্ধ গল্প শুনে আলোচনা করেছি। পয়েন্ট বাই পয়েন্ট গল্পকে ব্যবচ্ছেদ করেছি। এরপর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়, ছবি কেমন হবে এটা জনার জন্য অন্তত ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতে পারি। দেখা যাক, সেখানে কতটা ইঙ্গিত পাওয়া যায়।


মন্তব্য করুন