Select Page

নির্মাণে ছাড় না দিয়ে ‘রক্ত’ ছাড়লেন

নির্মাণে ছাড় না দিয়ে ‘রক্ত’ ছাড়লেন

pori-roshan-rokto

শুটিং শুরুর আগে নাটকীয়ভাবে পাল্টে গেল ‘রক্ত’ সিনেমার দৃশ্যপট। নির্মাতা মালেক আফসারীর অনমনীয় মনোভাবের কারণে ঝুঁকিতে পড়েছে বড় বাজেটের সিনেমাটি।

পারিশ্রমিক ও নির্মাণে ছাড় না দেওয়া নিয়ে মালেক আফসারীর প্রশংসা রয়েছে ঢালিউডে। এবারও তাই হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক আফসারীর এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে ঢালিউড২৪ জানায়, কথা ছিল ‘রক্ত’র শুটিং হবে ৬০ দিন। কিন্তু ভারতে শুটিং শুরুর আগের মুহূর্তে জাজ থেকে আফসারীকে বলা হচ্ছে ৪০ দিনের মধ্যেই ক্যামেরা ক্লোজ করতে হবে। কিন্তু গল্পের চাহিদা অনুযায়ী শুটিং ৪০ দিনের মধ্যে শেষ করা সম্ভব না। তাই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ধরনের জটিলতায় কয়েক বছর আগে প্রি-প্রডাকশন করেও ‘খোদার পরে মা’ ছেড়ে দেন মালেক আফসারী। ছবিটি শেষ করেন শাহিন-সুমন। শোনা যাচ্ছে, এ জুটির একজন ওয়াজেদ আলী সুমন ‘রক্ত’-এর হাল ধরছেন।

মাস্টার মেকার হিসেবে পরিচিত মালেক আফসারী নির্মাণে দীর্ঘ সময় নেন এটা ঢালিউডে সবার জানা। শেষ সিনেমা ‘অন্তর জ্বালা’য় ৫০ দিনের মতো আউটডোর শুটিং করেছেন। মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘ফুল অ্যান্ড ফাইনাল’-এ ৯০ দিনের মতো শুটিং করেছেন।

‘রক্ত’ সম্পর্কে মালেক আফসারী বলেছিলেন, প্রয়োজন মতো সবই দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু তা আর হলো কই!


মন্তব্য করুন