Select Page

‘নিষিদ্ধ প্রেমে…’ ফিরলেন সিমলা

‘নিষিদ্ধ প্রেমে…’ ফিরলেন সিমলা

simla

নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার পরিচালক রুবেল আনুশ ও সিনেমার নায়িকা সিমলার মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। নানা বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগের কারণে এতদিন বন্ধ ছিল সিনেমাটির শুটিং।

অবশেষে ঝামেলা মিটিয়ে ১৮ আগস্ট বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেন সিমলা।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা যুগান্তরকে বলেন, ‘বেশ কিছু কারণে সিমলার সঙ্গে ঝামেলা চলছিল। কিন্তু সেটি আমরা সমঝোতা করে নিয়েছি। এখন আর কোনো ঝামেলা নেই। গানের শুটিং শেষ হলেই সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।’

সিমলা বলেন, ‘কিছু কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। প্রযোজক সমিতির মধ্যস্থতায় সেটি মিটমাট হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, তাই ছবিটির শুটিংয়ে ফিরেছি।’

এতে সিমলার সঙ্গে মূল চরিত্রে অভিনয় করছেন ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন।

দুই বছর আগে ছবিটির শুটিং শুরু হয়। নানা কারণে শুটিং আটকে ছিল। কিছুদিন আগে শিডিউল দিয়েও শুটিংয়ে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েন সিমলা। তার বিরুদ্ধে পরিচালক সমিতির কাছে অভিযোগও করেন ছবির পরিচালক। সিমলাও পরিচালকের বিরুদ্ধে তার সঙ্গে বাজে ভাষায় কথা বলেছেন বলে বিভিন্ন অভিযোগ তোলেন।

নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার পরিচালক রুবেল আনুশ ও সিনেমার নায়িকা সিমলার মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। নানা বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগের কারণে এতদিন বন্ধ ছিল সিনেমাটির শুটিং।

অবশেষে ঝামেলা মিটিয়ে ১৮ আগস্ট বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেন সিমলা।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা যুগান্তরকে বলেন, ‘বেশ কিছু কারণে সিমলার সঙ্গে ঝামেলা চলছিল। কিন্তু সেটি আমরা সমঝোতা করে নিয়েছি। এখন আর কোনো ঝামেলা নেই। গানের শুটিং শেষ হলেই সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।’

সিমলা বলেন, ‘কিছু কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। প্রযোজক সমিতির মধ্যস্থতায় সেটি মিটমাট হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, তাই ছবিটির শুটিংয়ে ফিরেছি।’

এতে সিমলার সঙ্গে মূল চরিত্রে অভিনয় করছেন ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন।

দুই বছর আগে ছবিটির শুটিং শুরু হয়। নানা কারণে শুটিং আটকে ছিল। কিছুদিন আগে শিডিউল দিয়েও শুটিংয়ে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েন সিমলা। তার বিরুদ্ধে পরিচালক সমিতির কাছে অভিযোগও করেন ছবির পরিচালক। সিমলাও পরিচালকের বিরুদ্ধে তার সঙ্গে বাজে ভাষায় কথা বলেছেন বলে বিভিন্ন অভিযোগ তোলেন।


মন্তব্য করুন