Select Page

নুহাশ পল্লীতে মাহি

নুহাশ পল্লীতে মাহি

12115981_906262729444516_314665953783767902_n

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’র শুটিং শুরু হচ্ছে শনিবার (৩ অক্টোবর)। ওইদিন উত্তরার‘হৈচৈ’ শুটিংবাড়িতে সকাল থেকেই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন রিয়াজমাহিসহ অন্য শিল্পীরা। শুটিং চলবে টানা চার দিন।  এর পর হুমায়ূনের গড়া নন্দন কানন নুহাশ পল্লীতে যাবে মেহের আফরোজ শাওনের পরিচালিত সিনেমাটির ইউনিট। ইতোমধ্যে মাহিসহ সিনেমাটির কলাকুশলীরা হুমায়ূনের কবরে শ্রদ্ধা জানিয়েছেন।

সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মাহি প্রথম আলোকে বলেন, যেদিন আমার সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়, ওই দিনই সকালে ওই ছবির মহরত ছিল। বিষয়টি আমি জানতাম না। হঠাৎ করেই চ্যানেল আই থেকে আমাকে ডাকা হলো। সন্ধ্যার পর চ্যানেল আইয়ে গিয়ে দেখি শাওন আপা, তানিয়া আপা ও এস আই টুটুল ভাই আমার জন্য অপেক্ষা করছেন। শাওন আপা আমার কাছে জানতে চাইলেন, ছবিতে আমি অভিনয় করব কি না। তারপর তিনি গল্পটি শোনালেন। গল্প ভালো লেগে গেল। মনে হলো, অন্তত একবারের জন্য হলেও হুমায়ূন আহমেদের গল্পের ছবিতে কাজ করা উচিত। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।’

mahiya mahi on humayun ahmeds story directed by meher afroz shaon

‘কৃষ্ণপক্ষ’-এ অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরো বলেন, চেষ্টা করলে সব ধরনের কাজ করা সম্ভব। আমি সেই চেষ্টা করছি। হুমায়ূন আহমেদের বেশ কয়েকটি চলচ্চিত্র দেখেছি। তাঁর এবং তাঁর কাজ সম্পর্কে নিজের ধারণা আরও সমৃদ্ধ করছি। সেই ধারণা মাথায় নিয়ে নিজের মতো করে ‘অরু’ চরিত্রটি করতে চাই। এই ছবিটি আমার জন্য একটি পরীক্ষামূলক কাজ হবে।”

সিনেমাটিতে আরো আছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদসহ অনেকে।

 


মন্তব্য করুন