Select Page

‘নূর’-এর প্রচারণা শুরু, মুক্তি কবে

‘নূর’-এর প্রচারণা শুরু, মুক্তি কবে

রায়হান রাফী পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত ‘নূর’ এরই মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে। কিন্তু দুই বছর ধরে ঝুলে থাকা সিনেমাটির মুক্তি নিয়ে এতদিন ছিল নানান সংশয়। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় ধারণা করা হচ্ছে, ‘নূর’ সম্ভবত শিগগিরই মুক্তি পাবে।

২০২২ সালেই শেষ হয়েছে ‘নূর’র শুটিং। প্রকাশ পেয়েছিল ছবিতে থাকা অভিনেতা আরিফিন শুভর লুক। যেখানে তার বিপরীতে আছেন জান্নাতুল ঐশী। সেই প্রকাশিত লুকে দেখা যায়, পাগলা গারদে বসে আছেন শুভ। মানসিক হাসপাতালের পোশাক তার গায়েও। তিনি হাতে ধরে আছেন একজন নারীর ছবি, শাড়ি পরিহিত। ছবিটি জুম করে দেখলে বোঝা যায়, নারীটি ঐশী।

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। আর লগ্নি করছে শাপলা মিডিয়া। ২০২২ সিনেমাটি সেন্সর সনদও পায়। কিন্তু হঠাৎ করে এ নিয়ে নিশ্চুপ হয়ে যায় সবপক্ষ।

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে এক ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা রাফী জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরপর সিনেমাটি নিয়ে আর কোনো আলোচনা দেখা যায়নি।

নির্মাতা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার মালিক সেলিম খান একাধিক কেলেংকারিতে জড়িয়ে যাওয়ার পর কার্যত ওই হাউস বন্ধ রয়েছে। এছাড়া পরিচালক ও অভিনেতার মধ্যে মতদূরত্বের কথাও শোনা গেছে বিভিন্ন সময়ে। রাফী বা শুভ কেউই সিনেমাটি নিয়ে একসময় মন্তব্য করতেন না। তবে ব্লকবাস্টার ‘তুফান’-এর ডামাঢোলের মাঝে আবারো আলোচনায় ‘নূর’।

জানা গেছে, ঈদুল আজহায় ‘তুফান’-এর বিরতিতে একাধিক সিনেমা হলে ‘নূর’-এর টিজার প্রদর্শিত হয়েছে। যদিও অনলাইনে এখনো এ ধরনের কোনো প্রচার উপকরণ দেখা যায়নি। এর অর্থ হলো, আনুষ্ঠানিকভাবেই কোনো একটি পক্ষ টিজার সরবরাহ করেছে।

এরপর ‘তুফান’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হতে দেখা যায় আরিফিন শুভ ও ঐশীকে। যেখানে শুভর ব্ল্যাক টিশার্টে ‘নূর’ লেখা রয়েছে। সেখানে পরষ্পরকে জড়িয়ে ধরেন শুভ ও রাফী। এদিন শাকিবকে পা ধরে সালাম করতে গিয়ে আলোচিত হন শুভ।

এ বিষয়ে এখনো সরাসরি রায়হান রাফীর মন্তব্য পাওয়া যায়নি। তবে অনিশ্চিত সূত্র বলছে, ‘তুফান’-এর ব্যস্ততা কাটলেই এ ছবির মুক্তির নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

‘নূর’ সম্পর্কে আরো শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার কাছ থেকে সিনেমাটি সত্ত্ব কিনে নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান মুক্তির লক্ষ্যে কাজ করছে।


Leave a reply