Select Page

নূর: রাফীর জবাবে খুশিতে ভাসছে শুভর ভক্তরা

নূর: রাফীর জবাবে খুশিতে ভাসছে শুভর ভক্তরা

দুটি অ্যাকশন-প্যাকড কপ থ্রিলার দিয়েও সাম্প্রতিক বছরগুলোতে ভক্তদের মন ভরাতে পারেননি আরিফিন শুভ। তার চেয়ে প্রশংসা পেয়েছেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘ঊনিশ বিশ’। মাঝে রায়হান রাফীর ‘নূর’ নিয়ে উচ্ছ্বাস থাকলেও মুক্তির ঘোষণা না আসায় ভক্তরা হতাশ হয়ে পড়ে। এবার রাফীর সংক্ষিপ্ত মন্তব্যে শুভ ভক্তরা খুশিতে নাচছেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা রাফী জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি পড়ছে বুধবার। সাধারণ ঈদ ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনে ছবি মুক্তি পায় না।

২০২২ সালেই শেষ হয়েছে ‘নূর’র শুটিং। প্রকাশ পেয়েছিল ছবিতে থাকা অভিনেতা আরিফিন শুভর লুক। যেখানে তার বিপরীতে আছে জান্নাতুল ঐশী।

সেই প্রকাশিত লুকে দেখা যায়, পাগলা গারদে বসে আছেন শুভ। মানসিক হাসপাতালের পোশাক তার গায়েও। তিনি হাতে ধরে আছেন একজন নারীর ছবি, শাড়ি পরিহিত। ছবিটি জুম করে দেখলে বোঝা যায়, নারীটি ঐশী।

কী হয়েছে শুভ’র? ছবির মানুষটির সাথে তার কী সম্পর্ক? তিনি কি মানসিক রোগী? ভালোবাসার মানুষকে হারিয়ে কি তার এই অবস্থা? নাকি তিনি ভয়ঙ্কর কোনো ঘটনার শিকার? এসব প্রশ্নের আপাতত উত্তর নেই কারো কাছে।

রায়হান রাফী বলছেন, দর্শক যা ভাববে ঠিক তার উল্টোটা হবে। আমার সিনেমাগুলোতে এমনটা করে থাকি। সব প্রশ্নের উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি।

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। আর লগ্নি করছে শাপলা মিডিয়া। ইতোমধ্যে ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পেয়েছে।


মন্তব্য করুন