Select Page

নৃত্য পরিচালকের পুরস্কারটি বাতিল

নৃত্য পরিচালকের পুরস্কারটি বাতিল



‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ ঘোষণার পরই একটি বিভাগের পুরস্কার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মো. হাবিব অভিযোগ করেন ‘সেরা নৃত্য পরিচালক’ হিসেবে তার নাম ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট ছবিতে কোনোভাবেই যুক্ত ছিলেন না।

প্রথম আলো জানায়, অভিযোগ যাচাই-বাছাই শেষে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ থেকে ‘সেরা নৃত্য পরিচালক’ বিভাগটি বাতিল করা হয়েছে।

‘নিয়তি’ ছবিতে ‘ঢাকাই শাড়ি’ শিরোনামের গানের নৃত্য পরিচালনার জন্য হাবিবের নাম ঘোষণা করা হয়। আদতে ছবির গানে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন ভারতের জয়েশ প্রধান, এমনটাই জানান ছবির পরিচালক জাকির হোসেন রাজু।

২০১৬ সালের আগস্টে মুক্তি পাওয়া ‘নিয়তি’ ছবিতে অভিনয় করেন আরিফিন শুভ ও জলি।

তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক বলেন, ‘চলচ্চিত্র পুরস্কারের জন্য ছবি জমা দেওয়ার সময় প্রযোজকের পক্ষ থেকে সব তথ্য দেওয়া হয়। সেই তথ্যের ভিত্তিতে জুরিবোর্ডের সদস্যরা বিচারকাজ করে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। কিন্তু নাম ঘোষণার পর জানা যায়, যিনি পুরস্কার পেয়েছেন, তিনি নাকি ওই ছবিতে কাজই করেননি। এরপর আমরা এবারের মতো বিভাগটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য সরকার এ বছর ২৫টি বিভাগে ২৮ জন ব্যক্তিকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ দিচ্ছে। ৮ জুলাই সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেবেন।


মন্তব্য করুন