Select Page

নেকাব্বরের মহাপ্রয়াণ’র প্রেস ও ক্রিটিক শো

নেকাব্বরের মহাপ্রয়াণ’র প্রেস ও ক্রিটিক শো

Nekabborer-Mohaproyan-235x275অনুষ্ঠিত হয়েছে কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে মাসুদ পথিকের নির্মিত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’র প্রেস ও ক্রিটিক শো।

সরকারি অনুদানে ছবিটি নির্মিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির প্রেস ও ক্রিটিক শোর আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রদর্শনীর শুরুতেই ছবিটি নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন কথা বলেন পরিচালক মাসুদ পথিক ও কবি নির্মলেন্দু গুন। আরো বক্তৃতা করেন আবুল মাল আব্দুল মুহিত।

প্রদর্শনী শেষে কথা বলেন রামেন্দ্রম মজুমদার, কবি কামাল চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন