Select Page

‘নোলক’ : জমবে কেমন?

‘নোলক’ : জমবে কেমন?

জুটি হিসেবে শাকিব খান ও ববি পরীক্ষিত। হিট কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তারা। আবার পর্দায় ফিরছেন ‘নোলক’-এর মাধ্যমে। প্রশ্ন উঠেছে, কেমন জমবে এ জুটি?

ইতোমধ্যে সিনেমাটির বেশ কয়েকটি স্টিল প্রকাশ হয়েছে অনলাইনে। শাকিব-ববিকেও দেখা যাচ্ছে দুটি ছবিতে। একটি গানের দৃশ্য, অন্যটিতে শাকিবের সানগ্লাস কেড়ে নিয়েছেন ববি। দুই ছবিতে একটা সতেজ রসায়নের ভাব আছে। বাকিটা বোঝা যাবে পর্দায়!

‘নোলক’র ৮০ ভাগ কাজ শেষ। ডিসেম্বর জুড়ে ভারতের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।

ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে ছবির বাকি কাজ শুরু হওয়ার কথা আছে।

ছবির অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহিদুল আলম সাচ্চু এবং ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত।


মন্তব্য করুন