Select Page

নোলক : শাকিব ৫০ লাখ, ববির ১০

নোলক : শাকিব ৫০ লাখ, ববির ১০

শাকিব খান ও ববিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। শিগগির ‘নোলক’ নামের একটি ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করবেন। জানা গেছে, সিনেমাটিতে শাকিবের পারিশ্রমিক ৫০ লাখ টাকা, অন্যদিকে ববি নিচ্ছেন ১০ লাখ টাকা।

রাশেদ রাহা পরিচালিত ছবিটির শুটিং চলতি মাসের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে শাকিব খান থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শুটিং করছেন।

২১ নভেম্বর শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। তারপর ছবিটির মহরত কবে। তবে ছবিটির শুটিং হবে দেশের বাইরে।

এদিকে ববি বর্তমানে ভারতের হায়দারাবাদে ‘বেপরোয়া’ ছবি শুটিং করছেন। ছবিতে তার সাথে জুটি বেঁধে অভিনয় করছেন রোশান। পরিচালনা করছেন রাজা চন্দ। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে শাকিব খান ও ববি ‘হিরো দ্য সুপারস্টার ও ‘রাজত্ব’ শিরোনামে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।


মন্তব্য করুন