Select Page

‘ন ডরাই’-এর সংলাপ নিয়ে সেন্সরে আপত্তি

‘ন ডরাই’-এর সংলাপ নিয়ে সেন্সরে আপত্তি

সার্ফিং নিয়ে নির্মিত ‘ন ডরাই’ এখন রয়েছে সেন্সর বোর্ডের টেবিলে।এর মধ্যে বোর্ডের সদস্যরা ছবিটি দেখেছেন। জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। ছবিটির গল্প ও নির্মাণ নিয়ে বেশ প্রশংসা করলে ও সংলাপের কিছু জায়গায় আপত্তি তুলেছেন।

বাংলা ট্রিবিউন জানায়, মূলত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কিছু বাক্য দর্শকদের কাছে শ্রুতিকটু লাগতে পারে বলে এগুলো পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে।

তানিম রহমান অংশু পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। তিনি এর আগে ভারতের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখেছেন।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘‘ন ডরাই খুবই ভালো চলচ্চিত্র। এমন একটি বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা অনেক সাহসের বিষয়। মেকিংয়ের দিক থেকেও এটি ভালো। তবে এটির পুরোটাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তৈরি। সেখানকার কিছু শব্দ আছে, যা অন্যদের কাছে শ্রুতিকটু লাগতে পারে। তাই আমরা কিছু সংশোধনী দেবো।’’

প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেজবাহ উদ্দিন আহমেদ  বলেন, ‘ছোট কিছু সংশোধনীর কথা মৌখিকভাবে আমি শুনেছি। চিঠি পাওয়ার পর আমরা দ্রুত এগুলো সংশোধন করবো। কারণ, আমরা ২৯ নভেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনায় এগুচ্ছি।’

গত ২০ জুন বিশ্ব সার্ফিং দিবসে আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার উন্মোচন হয়। এরপর থেকে অনলাইনে চলছে এর প্রচারণা। সব ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ‘ন ডরাই’।প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল।


মন্তব্য করুন