Select Page

পজেটিভ রিভিউয়ের জন্য সাধুবাদ, নেগেটিভের জন্য ধন্যবাদ ও ভালোবাসা

পজেটিভ রিভিউয়ের জন্য সাধুবাদ, নেগেটিভের জন্য ধন্যবাদ ও ভালোবাসা

শুক্রবার মুক্তি পাওয়া ‘যদি একদিন’-এর পজেটিভ রিভিউয়ের জন্য সাধুবাদ, নেগেটিভের জন্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাহসান, শ্রাবন্তী ও তাসকিন অভিনীত সিনেমাটি ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

এ প্রসঙ্গে রাজ ফেসবুকের বাংলা চলচ্চিত্র গ্রুপে লেখেন, “প্রথমেই সবাই কে ধন্যবাদ আর কৃতজ্ঞতা যদি একদিন কে সাদরে গ্রহণ করার জন্য।

যারা ছবিটি হলে গিয়ে দেখছেন আমার দর্শক, সমালোচক, শুভাকাঙ্ক্ষী, আমার ফ্যান ফলোয়ার সবাই কে , সবাইকে এতো এতো ভালোবাসা দেখিয়েছেন বা দেখাচ্ছেন বা সামনেও যারা পাশে আছেন তাদের প্রতি আমার কৃতগতা।
যারা পজেটিভ রিভিউ দিচ্ছেন তাদের সাধুবাদ আর যারা নেগেটিভ রিভিউ দিচ্ছেন তাদের জন্য ধন্যবাদ ও ভালোবাসা।
বিশ্বের সব ভালো ভালো সিনেমাকে নিয়েই পজেটিভ, নেগেটিভ রিভিউ হয়। এটাই সিনেমার ধর্ম এটাই সিনেমা।
আর আমি ব্যাক্তি গত ভাবে যৌক্তিক সমালোচনা নিতে প্রস্তুত।

পরিশেষে বলতে চাই যদি একদিন একটি পারিবারিক সিনেমা, একটি বিনোদন ধর্মী সিনেমা, আপনার আমার গল্প, ভালবাসা মায়া আর বন্ধুত্বের গল্প, আসুন বাংলা সিনেমার সাথে থাকি বাংলা সিনেমার পাশে থাকি, ভালো সিনেমার পাশে থাকি।
জয় ✌ হোক বাংলা সিনেমার।।
জয় ✌ হোক যদি একদিনের।।”


মন্তব্য করুন