Select Page

পঞ্চগড়ে ‘মৃত্তিকা মায়া’

পঞ্চগড়ে ‘মৃত্তিকা মায়া’
1375322_169782533216656_992547261_nমৃত্তিকা মায়া‘ নাট্যকার গাজী রাকায়েত পরিচালিত প্রথম চলচ্চিত্র। সম্প্রতি ছবিটি প্রদর্শিত হয়েছে রাজধানীর ব্লাকবাস্টার সিনেমাসে। ঢাকা দর্শকদের কাছে ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন ছবিটি ঢাকার বাইরের দর্শকদেরও দেখার সুযোগ করে দেয়া উচিত।
সে লক্ষ্যে চলচ্চিত্রটি দেশের চৌষষ্টি জেলায় প্রদর্শনের পরিকল্পনা নিয়েছেন। শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, এর সাথে যুক্ত করেছেন চারটি দাবিও।
গাজী রাকায়েত প্রথম প্রদর্শনীর জন্য বেছে নিয়েছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়কে। এই  মাসের চার তারিখে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হলে গেল।
জানা গেছে, সেখানকার দর্শকরা ছবিটি বেশ পছন্দ করেছেন।


মন্তব্য করুন