Select Page

পঞ্চাশে ‘দেবী’

পঞ্চাশে ‘দেবী’

 

# ২৮ থেকে তৃতীয় সপ্তাহে ‘দেবী’র হল সংখ্যা দাঁড়িয়েছে ৫০
# এর মধ্যে ১৭টি হলে প্রথম দিন থেকে চলছে, একের পর এক শো হাউসফুল যাচ্ছে
# ঢাকার ব্লকবাস্টারে প্রতিদিন ১১টি, স্টার সিনেপ্লেক্সে ১০টি, শ্যামলিতে ৫টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৬টি করে শো হচ্ছে প্রতিদিন। হল তালিকাসহ ৪টি হলের শো টাইম জেনে নিন
# এই মাসেই মুক্তি পাবে কানাডায়

প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল ২৮ সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। তৃতীয় সপ্তাহ থেকে ‘দেবী’ চলবে ৫০ সিনেমা হলে। এর মধ্যে টানা তৃতীয় সপ্তাহ চলছে ১৭টি হলে। যার মধ্যে রয়েছে ঢাকার প্রধান পাঁচ প্রেক্ষাগৃহ।

মুক্তির প্রথম দিন থেকেই দেবীর জয়জয়কার শুরু। প্রথমদিন থেকে আজ অবধি রাজধানীসহ ‘দেবী’ নিয়ে মানুষের আগ্রহ বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং বেড়েছে। এমনকি এখনো রাজধানীর প্রায় সব প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে দেবী।

টানা তৃতীয় সপ্তাহ : ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা ও মধুমিতা। ঢাকার বাইরে সেনা (সাভার), আলমাস (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), ছায়াবানী (ময়মনসিংহ), পূর্বাশা (সান্তাহার), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শংখ (খুলনা), মডার্ন (দিনাজপুর), রূপকথা (পাবনা) ও সোনিয়া (বগুড়া)।

টানা দ্বিতীয় সপ্তাহ : বনলতা (ফরিদপুর), গ্যারিসন (দয়ারামপুর), পৃথিবী (জয়পুরহাট), রাজ (কুলিয়ারচর), শাপলা (রংপুর) ও তিতাস (পটুয়াখালী)।

প্রথম সপ্তাহ : শাহীন, ঢাকা। আলমডাঙ্গা, আলমডাঙ্গা। বাবুল, নওহাটা। বিজিবি, সিলেট। চাঁদমহল, কাঁচপুর। ছন্দা, পটিয়া। ছন্দা, কালিগঞ্জ। দিনান্ত, কেশোরহাট। হ্যাপি, লক্ষ্মীপুর। মমতাজ, সিরাজগঞ্জ। ঝংকার, পাঁচদোনা। ঝর্ণা, দাউদকান্দি। কল্লোল, মধুপুর। মালঞ্চ, টাঙ্গাইল। মধুমিতা, মাগুরা। মোহন, হবিগঞ্জ। মোহনা, কোনাবাড়ি। মনোয়ার, জামালপুর। নন্দিতা, গাজীপুর। প্রিয়া, ঝিনাইদহ। রাজু, ঈশ্বরদী। রাজিয়া, নাগরপুর। রূপসী, ভোলা। সংগীতা, সাতক্ষীরা। শাহীন, বল্লাবাজার। তামান্না, সৈয়দপুর। উল্লাস, বীরগঞ্জ।

এই পঞ্চাশটির হলের মধ্যে শ্যামলীসহ ৩টি মাল্টিপ্লেক্সে প্রতিদিন মোট ৩২ টি শো :

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন ১১টি শো: সকাল ১১.৩০, দুপুর ১২.৩০, দুপুর ১.৪৫, দুপুর ২.৩০, দুপুর ৩, বিকাল ৪, বিকাল ৪.৫০, বিকাল ৫.২৫, সন্ধ্যা ৬.১৫, সন্ধ্যা ৭.১০, রাত ৮.৩০

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি শো: সকাল ১০.৫০, সকাল ১১.৩০, দুপুর ১.১৫, দুপুর ২, দুপুর ৩.৪৫, দুপুর ৪.১০, সন্ধ্যা ৬.১৫, সন্ধ্যা ৬.২০, রাত ৮.৩০, রাত ৮.৪৫

শ্যামলী সিনেপ্লেক্সে প্রতিদিন ৫টি শো : সকাল ১০.১৫, দুপুর ১২, দুপুর ২.৪০, বিকাল ৫.৩০, রাত ৮

সিলভার স্ক্রিন, চট্টগ্রামে প্রতিদিন ৬টি শো: দুপুর ১২, দুপুর ২.৪৫, বিকাল ৪.৩০, বিকাল ৫.৩০, সন্ধ্যা ৭.৩০, রাত ৮.৩০

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলি সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। অভিনয়ও করেছেন তিনি। এছাড়া আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

দেবী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। চলতি নভেম্বরেই কানাডায় মুক্তি পেতে যাচ্ছে দেবী। সেখানে ছবিটি পরিবেশনা করবে স্বপ্ন স্কোয়ারক্রো।

 


মন্তব্য করুন