Select Page

পদাতিক নাট্য সংসদের নাট্যকর্মশলা

পদাতিক নাট্য সংসদের নাট্যকর্মশলা

টিএসসি ভিত্তিক সংগঠন পদাতিক নাট্য সংসদ নাট্যকর্মশালা আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করেছে সংগঠনটি।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন আয়োজিত নাট্যকর্মশালায় অংশগ্রহনকারীরা কর্মশালা শেষে নতুন প্রযোজনায় অংশগ্রহণের সুযোগ পাবেন। কর্মশালায় আবেদন ফরম পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শিল্পকলা একাডেমির চিলেকোঠা ও কফিহাউজ, বেইলি রোডের থিয়েটার কর্ণার এবং আজিজ সুপার মার্কেটের বিটুইনে।

প্রয়োজনে ০১৬৮০৩৯৬৪৬০, ০১৬৭৬৫৫৬৬৫৫ এবং ০১৭২৭২০৮৩৩০ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।


মন্তব্য করুন