Select Page

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়া তারকারা কে কী বলছেন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়া তারকারা কে কী বলছেন

বর্তমান সরকারের আমলে শোবিজের বিভিন্ন অঙ্গনের তারকাদের বড় একটি অংশ নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হয়ে গেছেন। নানা সময়ের প্রচার, বিবৃতিতে এদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। তাদেরই অল্প কয়েকজন দ্বাদশ জাতীয় নির্বাচনে দলটির টিকিট চাইছেন। এরই মধ্যে সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন ফরম। দেখা যাক এ বিশেষে তারা কে কী বলছেন।

মাহিয়া মাহি

গত ১৮ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনই একজন প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ করেন এ নায়িকা। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। ২০ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন মাহি।

মাহি বলেন, ‘আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সব সময় ওখানকার মানুষের জন্য কাজ করা হয়। এখন ওখানকার মানুষজন চায়, আমি মনোনয়ন ফরম কিনি। বাকিটুকু আসলে দলের ওপরে নির্ভর করছে। শেষ পর্যন্ত দল যাকে যোগ্য মনে করবে তাঁকে মনোনয়ন দেবে। তারপরও আমি শতভাগ আশাবাদী, দলের নীতিনির্ধারণী পর্যায়ে যাঁরা আছেন, তাঁরা তৃণমূল যাচাই–বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেবেন।’

কোন চিন্তাভাবনা থেকে সংসদ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে মাহি বলেন, ‘আমি এখন যতটুকু কাজ করতে পারি, একজন জনপ্রতিনিধির তো আরও বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। সম্ভবও। চাঁপাইনবাবগঞ্জ–২ সংসদীয় আসন তিন উপজেলা নিয়ে অনেক বড় আসন। সেখানকার অনেক মানুষের জন্য একজন জনপ্রতিনিধির অসাধারণ সব কাজ করার সুযোগ আছে। একজন সাধারণ মানুষের পক্ষে তা সব সময় সম্ভব হয়ে ওঠে না। চাইলে তো আসলে সবই করা যায়। ওই জায়গা থেকে ভেবেছি, যদি আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে অনেক বড় পরিসরে ওখানকার মানুষের জন্য কাজ করতে পারব। নির্দিষ্ট করে বললে, চাঁপাইনবাবগঞ্জের নারীদের নিয়ে আমার বড় পরিকল্পনা আছে। সেটার দিকে ফোকাস করব।’

শমী কায়সার

গত ২০ নভেম্বর সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেনী-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এ অভিনেত্রী। আসনটিতে আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

রোকেয়া প্রাচী

মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, অর্থাৎ ২১ নভেম্বর ফরম তুলেন এ তারকা। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, ‘প্রথমত, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় মনে করি যে রাজনীতি যাঁরা সক্রিয়ভাবে করেন, তাঁদেরই নির্বাচনে আসা উচিত। যারা রাজনৈতিক কর্মী, তাদের তো স্বপ্নই থাকে সংসদে যাওয়ার। আমি আমার এলাকার জন্য আরও বেশি করে দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। কেউ যদি কিছুর বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই সংসদ সদস্য হলে সুযোগটা থাকে বেশি। এমনিতে দেশসেবা, সমাজসেবা, এলাকার মানুষের জন্য ব্যক্তিগতভাবে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে। কিন্তু আমি যদি কোনো নীতি প্রণয়ন করতে চাই, যদি এলাকার মানুষের আশা–আকাঙ্ক্ষা বা ভাগ্য পরিবর্তনের জন্য নীতিনির্ধারকদের সঙ্গে বসে কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাই সরকারি পর্যায়ে, তাহলে তো অবশ্যই আমাকে সংসদে যেতে হবে। সেই কারণে আমি মনে করি যে একদম অফিশিয়ালি কাজ করতে চাইলে অবশ্যই এ ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া উচিত।’

সিমলা

‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলার জন্মস্থান ঝিনাইদহ। পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও আসন্ন দ্বাদশ নির্বাচনে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। ঝিনাইদহ-১ আসনের প্রার্থী হতে চেয়ে গত ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন এ অভিনেত্রী।

মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার চাচা মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তবে আগে সেভাবে সরাসরি রাজনীতির মাঠে কাজ করা হয়নি। শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি যে, আমি নমিনেশন পাব না। আমি এটি ডির্জাভ করি না। সিনিয়র অনেকেই আছেন ভালো কাজ করে এগিয়ে। তবে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণদের নিয়ে কাজ করতে চান। সে কারণেই নির্বাচনে আগ্রহী হয়েছি।’

জননেত্রীকে তিনি খুব ভালোবাসেন—সে প্রসঙ্গেও কথা বলেছেন। তাঁর ভাষ্য, ‘আমাকে সেভাবে কাছ থেকে কিংবা কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর চেনার সুযোগ হয়নি। তাকে আমার খুবই ভালো লাগে। অনেক আগে আমি  তাকে ঘুমের মধ্যে স্বপ্নেও দেখেছি। অনেকে হয়ত এটি বিশ্বাস করবে না। তাঁর দৃষ্টি পাওয়ার জন্য বলছি। মূলত তা নয়।’

স্বপ্নে কী দেখেছেন জানতে চাইলে, তিনি বলেন, ‘দেখেছিলাম অনেক বড় মঞ্চে আমি প্রধানমন্ত্রীর সামনে। তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। খুব পরিচ্ছন্ন স্বপ্ন। মনোনয়ন ফরম তোলার সময় আমার শুধু সেই স্বপ্নের কথা মনে পড়ছিল। জানি না কী হবে, তবে তিনি চাইলে অবশ্যই আমি আমার সর্বোচ্চ করব।’

মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে। ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার অনেক পছন্দের মানুষ। তিনি ভালোবাসার মতো একজন মানুষ। তাঁর কিছু কথা আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে নিজের মাকে খুঁজে পাই’—বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা।

শাকিল খান

গত ১৮ নভেম্বর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম করেন চিত্রনায়ক শাকিল খান। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নির্বাচন করতে চান এ নায়ক।

এ তারকা বলেন, মনোনয়ন পেলে রামপাল মোংলা আসন থেকে আমি নির্বাচনে অংশ নিতে চাই। আমাকে রামপাল-মোংলার সাধারণ মানুষ ভালোবাসে। আশা করছি আমাদের প্রধানমন্ত্রী আসন্ন এ নির্বাচনে আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়ে মূল্যায়ন করবেন।

শাকিল খান জানান, তিনি অভিনয় থেকে দূরে থাকলেও তার এলাকার মানুষের কাছ থেকে কখনোই দূরে থাকেননি। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন

শাকিল বলেন, ‘১৯ বছর ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এখন আমি একটি জিনিসই প্রত্যাশা করি, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবেন এবং যার নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।’

মাসুদ পারভেজ রুবেল

গত ২০ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়ক রুবেল। বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহের পর তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্য সবার মতো নতুন করে আমি রাজনীতিতে আসিনি। আমার মূল শেকড়ই হচ্ছে আওয়ামী লীগের।

ড্যানি সিডাক

এক সময়ের জনপ্রিয় এ অভিনেতা ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এ তারকা।

এসডি রুবেল

এসডি রুবেল গত ২০ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন ও পরদিন সেটি জমা দেন। ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এসডি রুবেল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, সেগুন বাগিচা, পল্টন, রমনার আশপাশ এলাকা মিলে ঢাকা-৮ আসন। এই আসনেই আমার বাসা, তাই এখানেই মনোনয়ন চেয়েছি।

সিদ্দিকুর রহমান

গত ২০ নভেম্বর ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আমি দুটি আসন থেকে মনোনয়ন ফরম তুললাম। একটি ঢাকা-১৭ এবং অন্যটি টাঙ্গাইল-১ আসন থেকে।

এ অভিনেতা বলেন, আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।

আরশাদ আদনান

বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে ১৯ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি পাবনা-৫ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন।

ডিপজল

ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেন, গাবতলী, আমিনবাজার এলাকায় আমি বড় হয়েছি। এখানকার মানুষের সুখ-দুঃখের ব্যাপারগুলো আমি জানি। আমার বিশ্বাস মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব এবং জনগণের জন্য কাজ করতে পারব।

এছাড়া বরাবরের মতো ‘মানিকগঞ্জ-২’ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ ও ‘নীলফামারী-২’ আসন থেকে আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। অভিনেত্রী তারানা হালিমেরও মনোনয়ন ফরম নেয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, চ্যানেল টোয়েন্টিফোর


মন্তব্য করুন