Select Page

পরপর দুইদিনে রায়হান রাফীর দুই কনটেন্টের জট খুলছে

পরপর দুইদিনে রায়হান রাফীর দুই কনটেন্টের জট খুলছে

লম্বা সময় ধরে ভিন্ন দুই পরিপ্রেক্ষিতে আটকে থাকা রায়হান রাফীর দুই কনটেন্ট মুক্তি পাচ্ছে চলতি মাসে। ‘অমীমাংসিত’ ও ‘নূর’ পরপর দুইদিনে ব্যবধারে আসছে দুটি ওটিটি প্লাটফর্মে।

আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর অভিনীত ‘নূর’ নিয়ে আলোচনা চলছে গত কয়েক বছর। অবশেষে রায়হান রাফী পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মে। ১০ ডিসেম্বর রাতে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে আসছে ছবিটি।

মুক্তি পাওয়া ৪২ সেকেন্ডের টিজারে দেখা যায়, প্রেমিকা ঐশীকে হারিয়ে প্রায় পাগলপ্রায় শুভ। এরপরই তাঁকে বন্দী অবস্থায় দেখা যায়। রোমান্টিক ঘরানার সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে পাবনায়। সেলিম খানের শাপলা মিডিয়ার ব্যানারে ‘নূর’-এর শুটিং শেষ হলেও পরের নানা জটিলতায় আটকে থাকে। মালিকানাও হয় হাতবদল। পরে নির্মাতা রাফী কিছু অংশের শুটিং নতুন করে ধারণের কথা বললেও তা আর হয়নি। এখন নতুন প্রযোজক এটি সরাসরি মুক্তি দিচ্ছেন বায়োস্কোপ প্লাসে।

উল্লেখ্য সম্প্রতি প্রায় এক যুগ আগের একটি সিনেমা দিয়ে বড়পর্দায় দেখা দেন আরিফিন শুভ। ‘মন সে বোঝে না’ নামের সিনেমাটি একদমই দর্শকের মন কাড়তে পারেনি। এতে শুভর বিপরীতে ছিলেন তমা মির্জা। ‘মন সে বোঝে না’ নিয়ে এ নায়ক নীরব থাকলেও বিরক্তি প্রকাশ করেন নায়িকা। অন্যদিকে ‘নূর’ নির্বাহী প্রযোজক সিনেমাটির প্রচারণায় নায়িকা ঐশীর সঙ্গে ফটোশুটে অংশ নিলেও একদম চুপ রায়হান রাফী।

‘নূর’-এর একদিন পর ১১ ডিসেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘অমীমাংসিত’। নিজ বাসায় খুন হন এক সাংবাদিক দম্পতি। কারা তাঁদের খুন করল? কী তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য ঘিরে ওয়েব ফিল্ম।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।


Leave a reply