Select Page

পরিচালক সমিতির ধন্যবাদ পেল ‘পাসওয়ার্ড’

পরিচালক সমিতির ধন্যবাদ পেল ‘পাসওয়ার্ড’

ঈদের সিনেমা ‘পাসওয়ার্ড‘ নানা কারণে আলোচিত। ব্যবসার নিরিখেও আছে প্রথম স্থানে। ঈদের দিন ১৭৭টি হলে মুক্তি পায় শাকিব খান ও মোহাম্মদ ইকবাল প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। দ্বিতীয় সপ্তাহে আরও এগিয়ে ২০৩টি হল দখল করে ছবিটি।

মালেক আফসারী পরিচালিত সিনেমাটির নায়িকা শবনম বুবলি। সম্প্রতি ভালো ব্যবসা করার কারণ ‘পাসওয়ার্ড’ নির্মাতারা পেয়েছেন পরিচালক সমিতির ‘ধন্যবাদ পত্র’।

সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত চিঠিতে প্রযোজক শাকিব খানের উদ্দেশ্যে বলা হয়, সিনেমাটি ভালো ব্যবসা করায় তারা গর্বিত। এমন একটি সিনেমার জন্য তারা ধন্যবাদ।

এদিকে ‘পাসওয়ার্ড’ নকল এমন অভিযোগ প্রথম থেকে ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি এক চলচ্চিত্র এই নিয়ে সেন্সর বোর্ডে অভিযোগ করেছেন।


মন্তব্য করুন