Select Page

পরিচালক সমিতি কি ‘বেপরোয়া’ ঠেকাতে পারবে?

পরিচালক সমিতি কি ‘বেপরোয়া’ ঠেকাতে পারবে?

ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘বেপরোয়া’। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন ছবিটি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে বলা হচ্ছে নির্মাতা রাজা চন্দ সমিতির সদস্যপদ নেননি।

কিন্তু এ যুক্তিতে কি ছবিটির মুক্তি ঠেকাতে যাবে? এর আগে কি সমিতির সদস্য নন এমন পরিচালকের সিনেমা মুক্তি পায়নি?

এনটিভি অনলাইনকে খোকন বলেন, ‘বাংলাদেশে বিশ্বের যেকোনো দেশের পরিচালক কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তাকে বাংলাদেশ পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করতে হবে।’

বিস্তারিত জানান এভাবে, ‌‘রাজা চন্দ সমিতিতে এসেছিলেন। আমরাও উনাকে অতিথি পরিচালক হিসেবে সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত নিই কিন্তু তিনি আমাদের যেসব নিয়ম পালন করতে হয় তা না করে কলকাতায় চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেননি। এ ছাড়া এই ছবির শুটিং বাংলাদেশে না করে কলকাতায় করেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি আর আমাদের সমিতির সদস্য হতে পারবেন না। উনি বাংলাদেশের কোনো ছবি নির্মাণও করতে পারবেন না।’

কী নিয়ম পালন করেননি রাজা চন্দ জানতে চাইলে খোকন আরো বলেন,‘এই ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসির ৭ নম্বর ফ্লোরে। তখন রাজা চন্দ আমাদের অফিসে এসে সদস্য পদ চান। আমরা সসম্মানে উনাকে সদস্য পদ দেওয়ার বিষয়ে সম্মত হই। তাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির প্রযোজকের সাথে চুক্তি নামা এবং বিদেশি পরিচালক হিসেবে এই দেশে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের অনুমতিপত্র জমা দিতে আমরা বলেছিলাম। তিনি তা না দিয়ে শুটিং রেখেই কলকাতায় চলে যান এবং সেখানে গিয়ে ছবির শুটিং শেষ করেন। পরে জানতে পেরেছি তিনি সরকারের অনুমতি না নিয়েই টুর‍্যিস্ট ভিসায় কাজটি করতে ঢাকায় এসেছিলেন। এসব কারণে ঈদে মুক্তি পাবে না রাজা চন্দের ছবি বেপরোয়া।’

কিন্তু সমিতির সদস্য হওয়া ছাড়াও অতি সম্প্রতি সিনেমা মুক্তি দিয়েছেন রায়হান রাফি। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘পোড়ামন ২’ এর পরিচালক তিনি। তখন যদি পরিচালক সমিতি আপত্তি না করলে এখন আপত্তি টিকবে কীভাবে? এছাড়া আগে সিনেমা মুক্তির সঙ্গে যেভাবে পরিচালক সমিতির কাগজে-কলমে সম্পর্ক ছিল তাও নেই।

‘বেপরোয়া’ ছবিতে নায়ক হিসেবে থাকছেন রোশান। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করছেন রোশান ও ইয়ামিন হক ববি। বর্তমানে কক্সবাজারে চলছে ছবির গানের শুটিং।


মন্তব্য করুন