Select Page

পরিচালনায় আসছেন সুমি

পরিচালনায় আসছেন সুমি

Sumiজনপ্রিয় অভিনেত্রী ও নাট্যনির্মাতা মাহবুবা ইসলাম সুমি সিনেমা নির্মান করতে যাচ্ছেন। প্রথম ছবির জন্য তিনি বেছে নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দিত উপন্যাস গোরা-কে। ইতোমধ্যে ছবিটি নির্মাণের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি।

সুমির প্রথম ছবি নির্মিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ৫টি চলচ্চিত্র নির্মাণ করেছে। এগুলো হল ‘শাস্তি’, ‘সুভা’, ‘কাবুলিওয়ালা’, ‘চারুলতা’ এবং ‘অবুঝ বউ’। উল্লেখ্য, রবীন্দ্রনাথের গল্প নিয়ে আর কোন প্রতিষ্ঠান চলচ্চিত্র নির্মান করে নি।

সুমি বর্তমানে উপন্যাসের চরিত্রানুযায়ী প্রয়োজনীয় শিল্পী কুশলীর সন্ধানে সময় ব্যয় করছেন। প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে মানবজমিনকে সুমি বলেন, এটা হবে আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ। স্বাভাবিকভাবেই আমি আমার সব যোগ্যতা দিয়েই একটি ভাল ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করবো।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায়ই ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন সুমি।


মন্তব্য করুন