Select Page

পরিচালনায় ফিরছেন ইলিয়াস কাঞ্চন

পরিচালনায় ফিরছেন ইলিয়াস কাঞ্চন

ঢালিউড সুপারস্টার ইলিয়াস কাঞ্চন একসময় শুধু অভিনয়ই করেননি, ছিলেন সফল প্রযোজক ও পরিচালক। তার পরিচালনায় শেষ ছবি ছিল ‘মায়ের স্বপ্ন’। ২০১০ সালে মুক্তি পায় ছবিটি।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হয়ে তিনি। খুব কাছ থেকে দেখছেন চলচ্চিত্র অঙ্গনের অবস্থা। কালের কণ্ঠ জানায়, এ অবস্থায় ‘ভেজা চোখ’ নায়ক ফের প্রযোজনা ও পরিচালনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে গল্প তৈরির কাজও শুরু হয়েছে বলে জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি নির্বাচনের সময় শিল্পীদের কথা দিয়েছিলাম, ছবি নির্মাণ বাড়ানোর চেষ্টা করব। কিন্তু গত দুই মাসে তেমন অগ্রগতি হয়নি। ভাবলাম নিজেই আগে ছবি নির্মাণ করি। তারপর প্রযোজকদের চাপ দেব ছবি নির্মাণ করার। আশা করছি, আমাকে দেখে অনেকে আবার ছবিতে লগ্নি করবেন। ’

এ দিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত  এ নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান সম্প্রতি যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিকসে। তিনি উদ্যোক্তা পরিচালক হিসেবে এ প্রতিষ্ঠানে যোগ দেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) বিকেলে গুলশানে ঢাকা ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইলিয়াস কাঞ্চনকে সর্বশেষ দেখা গেছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলি’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’।


Leave a reply