Select Page

পরিচালনায় মৌসুমী

পরিচালনায় মৌসুমী

image_532_74589চলচ্চিত্রের পর  এবার টেলিছবি পরিচালনায় নাম লেখালেন চিত্রনায়িকা মৌসুমী। টেলিছবিটির নাম ‘চলো বহুদূর’।

চলো বহুদূরের মূল গল্প রচনা করেছেন আবদুর রহমান।

ইতিমধ্যে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে।

বেশ কয়েক বছর আগে প্রথমবার মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ শিরোনামের ছবিটি নির্মাণ করেন। এরপর যুগ্মভাবে তিনি ‘মেহেরনিগার’ ছবিটি পরিচালনা করেন।

টেলিছবিটি ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে।

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন