Select Page

পরী মনির নতুন ছবি ‘দ্য অ্যাডভাইজার’

পরী মনির নতুন ছবি ‘দ্য অ্যাডভাইজার’

‌‘দ্য অ্যাডভাইজার’ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী মনি।

পরিচালনা করছেন শফিক হাসান। ২০১৬ সালে তিনি পরী মনিকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা নির্মাণ করেছিলেন। সেখানে পরী অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে।

বাংলা ট্রিবিউনকে এ নির্মাতা জানান, আগামী ডিসেম্বর থেকে এর কাজ শুরু হবে। ছবির একটি অংশের শুটিং হবে ইউরোপে। সে কারণেই প্রথমবারের মতো সেখানে যাচ্ছেন এই চিত্রনায়িকা। চলচ্চিত্রটির বিষয়ে নিশ্চিত করেছেন এর নির্মাতা

ইতোমধ্যে ছবির গানের কাজ শুরু হয়েছে। ১৫ নভেম্বর রাতে গায়ক ইমরান মাহমুদুল ও কর্নিয়া কণ্ঠ দিয়েছেন নতুন গানে।

শফিক হাসান বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে। সিনেমার একজন প্রযোজক হলেন ডেনমার্কের। তাই আমরা ইউরোপেও এর কাজ করবো। সেখানে যেতে চেয়েছিলাম জানুয়ারিতে। কিন্তু তখন বেশ ঠান্ডা পড়বে ওখানে। তাই এপ্রিলে আমরা ইউরোপ অংশের শুটিং করবো।’

জানা যায়, ছবিতে একজন নবাগত ও দুই জন জনপ্রিয় নায়ক অভিনয় করবেন। তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি।

পরিচালক জানান, ছবির গল্প সমাজের কিছু বাস্তব ঘটনা নিয়ে। টাকা থাকলেই অনেক অ্যাডভাইজার বা উপদেষ্টা এসে জোটে। তাদের কারণে অনেকেই ধ্বংস হয়ে যান। সেই প্রেক্ষাপট নিয়ে ছবির কাহিনি দাঁড় করানো হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে সিনেমার বাকি শিল্পীদের নাম চূড়ান্ত হবে বলে জানালেন নির্মাতা।


মন্তব্য করুন