Select Page

পরী মনির প্রযোজনায় ‘ক্ষত’, নায়ক জায়েদ, পরিচালক রনি

পরী মনির প্রযোজনায় ‘ক্ষত’, নায়ক জায়েদ, পরিচালক রনি

‘অন্তর জ্বালা’ মুক্তির পরপর শোনা গিয়েছিল সিনেমা প্রযোজনা করছেন পরী মনি। পরিচালনা করবেন মালেক আফসারী, নায়ক হবেন জায়েদ খান।

এবার এলো চূড়ান্ত ঘোষণা। তবে মালেক আফসারী নয়, পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবির নাম ‘ক্ষত’।

শুক্রবার এফডিসিতে হয়ে গেল সিনেমাটির মহরত।

জানা গেছে, ১৯৯০ এর চা বাগানের পটভূমিতে নির্মিত হবে ক্ষত। এর জন্য নতুন লুক নিয়েছেন জায়েদ। প্রকাশ হয়েছে প্রথম পোস্টার।

ছবির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

এদিকে পরী মনি প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন সোনার তরী মাল্টিমিডিয়া।

শিগগিরই শুরু হবে ক্ষত-র শুটিং।


মন্তব্য করুন