Select Page

পরী মনি ফোর্বসের তালিকায়: কার কী অবদান

পরী মনি ফোর্বসের তালিকায়: কার কী অবদান

পরী মনি এশিয়ার ‘১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পাইছেন। যেটা ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করছে দুইদিন আগে।

‘স্বপ্নজাল’ ছাড়া উনার উল্লেখ করার মতো সিনেমা নাই (থাকলেও জানি না), যদিও ডিজিটালি উনি পপুলার। তার ফেইসবুক ফলোয়ার ৯০ লাখের মতো- ফোর্বসের (ছবি ছাড়া) দেওয়া প্রোফাইল মতে মনে হলো এটাই একমাত্র অর্জন। মানে কমপক্ষে এত লাখ বাংলাদেশি ফেইসবুকে আছে, এবং পরী মনির সঙ্গে। ব্যাপারটা খেয়াল করার মতোই।

তো, ডিজিটালি পরী মনিকে কারা আগায়া দিল। সেটা উনার ফেইসবুক পোস্টের কমেন্টের ঘরে গেলে বোঝা যায়। পরী মনি খুবই সুন্দর, রূপকথার পরীদের মতো। মূলত ছবিই পোস্ট করেন সেখানে। যা নিয়ে ‘আবেদনময়’, ‘উষ্ণ’ এমন এমন শিরোনাম দিতে দিতে ক্লান্ত অনেক বিনোদন সাংবাদিক!

যাই হোক, সেটা বিষয় না। পরী মনিকে যারা ফলো করেন তাদের বেশির ভাগ খুবই ভালো মানুষ। তাদের উদ্দেশ্য ভালো। তারা এই নায়িকাকে নসিহত দিতে যান, তার আর্টিস্টিক ছবিগুলো তোলা ঠিক না। এর জন্য তারা গালিগালাজ করেন, নানা ধরনের ছবিও পোস্ট করেন, যাতে পরী মনি তাদের দৃষ্টি মতে শুধরে যান। বেশ বেশ!

মাঝে মাঝে পরী নিশ্চয় কমেন্টের উত্তর দেন। উনার উত্তরগুলা বেশ স্পষ্ট ও ড্যামকেয়ার। ভালো ব্যাপার। কথা হইলো— এই সব ভালো মানুষেরাই পরী মনিকে ‘১০০ ডিজিটাল তারকা’র একজন বানাইছেন। তাদের নিশ্চয় পরী মনি ধন্যবাদ দেবেন। আমরাও দেই। নাকি?


মন্তব্য করুন