Select Page

পর্দায় অনন্ত জলিলের নাম ‘মাসুদ রানা’ থাকবে না!

পর্দায় অনন্ত জলিলের নাম ‘মাসুদ রানা’ থাকবে না!

সম্প্রতি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে ‘চিতা’ নামের সিনেমার ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়ায়। এতে নাম ভূমিকায় অনন্ত জলিলের অভিনয়ের ঘোষণা আসায় হইচই উঠে চারদিক থেকে। এখন ‘এমআর নাইন: ডু অর ডাই’ সিনেমার অভিনেতা এবিএম সুমন জানান, তিনিই মাসুদ রানা। ভারতের রাজীব বিশ্বাস পরিচালিত ‘চিতা’য় অনন্তের চরিত্রের নাম মাসুদ রানা নয়।

মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল— এ প্রসঙ্গে এবিএম সুমন বলেন, “না না। এটি সবার ভুল ধারণা। অনন্ত জলিল ভাই অনেক দিন ধরে চাইছিলেন ‘মাসুদ রানা’ সিরিজের একটি ছবি করবেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। কারণ এই সিরিজের সব পর্বের কপিরাইট আজিজ ভাইয়ের নেওয়া। অবশেষে ‘অপারেশন চিতা’ অবলম্বনে ‘চিতা’ পর্বটি অনন্ত ভাইকে দিয়েছেন আজিজ ভাই। তবে আমি যত দূর জানি, ‘চিতা’য় মাসুদ রানা চরিত্রে অভিনয় করলেও পর্দায় অনন্ত ভাইয়ের অন্য নাম থাকবে। মাসুদ রানা আমিই।”

তিনি আরো বলেন, “পরিচালক আসিফ আকবর ভাইও বিষয়টি নিশ্চিত করেছেন আমাকে। তা ছাড়া ‘এমআরনাইন—ডু আর ডাই’-এর দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে সামনের বছরের অক্টোবরে। এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি আমি।”

নতুন ছবি প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘সামনের সপ্তাহে একটি ছবি চূড়ান্ত হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুটিং। আর দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছি। ঈদের পর পর সেগুলোর শুটিং। নির্মাতাদের নাম এখন বলতে চাই না। কারণ অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আগেও ঘটেছে, শুটিংয়ের আগেই শিল্পী বদলে যায়!’

নির্মাণাধীন ‘আদি’ ও ‘গিরগিটি’ প্রসঙ্গে এবিএম সুমন বলেন, “পরিচালক জানিয়েছেন, শিগগিরই ‘আদি’ মুক্তি দেবেন। আর ‘গিরগিটি’ আটকে আছে তাসকিন রহমানের জন্য। ভাইটা অস্ট্রেলিয়ায় এখনো চিকিৎসাধীন। তার চোখের বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে ক্যামেরা বা লাইটের সামনে যাওয়া তার জন্য সম্পূর্ণ নিষেধ। তাসকিন সুস্থ হলেই ‘গিরগিটি’র বাকি অংশের শুটিং হবে।”

আরো জানান, আগামী এপ্রিল নাগাদ ‘এমআরনাইন : ডু অর ডাই’-এর ‘ডিরেক্টরস কাট’ মুক্তি পেতে পারে।

মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে গত বছর মুক্তি পায় ‘ডু অর ডাই’। কিন্তু নির্মাণ ও গল্পের অসংগতির কারণে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে প্রশংসিত হন নাম ভূমিকার অভিনেতা এবিএম সুমন। খবর কালের কণ্ঠ


Leave a reply